প্রার্থিতা ফিরে পেতে ফের চেম্বার আদালতে শাম্মী আহমেদ

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

প্রার্থিতা ফিরে পেতে ফের চেম্বার আদালতে আবেদন করেছেন বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তিনি এ আবেদন করেন।  আবেদনে হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়েছেন তিনি।

চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালতে আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

গত ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্বে অভিযোগে প্রার্থিতা বাতিল হয় বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের। পরে তিনি হাইকোর্টে রিট করেন। ১৮ ডিসেম্বর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে শাম্মী আহমেদের রিট খারিজ করে দেন হাইকোর্ট।  পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি। গত ১৯ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ বহাল রেখে আদেশ দেন।