ক্লাউডফ্লেয়ার ডাউন, কোটি টাকার ক্ষতি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১৫:১০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে হঠাৎ করে বড় ধরনের অচলাবস্থা দেখা দেয় সোমবার, ১৮ নভেম্বর ২০২৫। বিকেল পাঁচটা নাগাদ শুরু হওয়া ক্লাউডফ্লেয়ারের প্রযুক্তিগত সমস্যার কারণে দেশের অসংখ্য ওয়েবসাইট, অনলাইন নিউজ পোর্টাল এবং ডিজিটাল সেবা একের পর এক অকার্যকর হয়ে পড়ে। প্রায় চার ঘণ্টা ধরে থাকা এই বিভ্রাট রাত নয়টার দিকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
ওয়েব পরিষেবায় ব্যাপক বিঘ্ন
সমস্যাটি শুরু হতেই বাংলাদেশের অনলাইন পরিবেশ কার্যত স্থবির হয়ে যায়। নিউজ সাইটগুলো আপডেট দিতে না পারায় পাঠকরা তথ্যবঞ্চিত হন, আর ব্যবসায়িক প্ল্যাটফর্মগুলোর লেনদেনও ব্যাহত হয়। হঠাৎ ট্রাফিক কমে যাওয়ায় বহু মিডিয়া প্রতিষ্ঠান বিজ্ঞাপন আয়ের গুরুত্বপূর্ণ সময় হারায়।
ডিজিটাল অর্থনীতিতে বড় ধাক্কা
স্বল্প সময়ের এই বিপর্যয় দেশের ডিজিটাল অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছে। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের ধারণা, ক্লাউডফ্লেয়ারের এই সমস্যা বাংলাদেশের অনলাইন ইকোসিস্টেমে কোটি টাকার বেশি অর্থনৈতিক ক্ষতি ডেকে এনেছে। তবে সুনির্দিষ্ট ক্ষতির হিসাব এখনও পাওয়া যায়নি।
ভবিষ্যৎ ঝুঁকি কমাতে স্থানীয় পরিকাঠামো জোরদারের পরামর্শ
আইটি বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সেবা প্রদানকারীর ওপর অতিরিক্ত নির্ভরতা দেশের ডিজিটাল স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলে। তাদের মতে, স্থানীয় পর্যায়ে শক্তিশালী কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) ও ব্যাকআপ অবকাঠামো তৈরি করা গেলে এ ধরনের বৈশ্বিক বিভ্রাটের প্রভাব বাংলাদেশে এতটা গুরুতর হতো না।
এক বিশেষজ্ঞ বলেন, “ডিজিটাল অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। স্থানীয়ভাবে নির্ভরযোগ্য বিকল্প ব্যবস্থা না থাকলে এ ধরনের সমস্যা আরও বড় রূপ নিতে পারে।”
দ্রুত সমাধানে স্বস্তি, কিন্তু সতর্কবার্তা রইল
ঘণ্টাখানেকের জন্য হলেও দেশের ওয়েব পরিষেবা প্রায় থেমে যাবার এই ঘটনা প্রযুক্তি খাতকে আবারও সতর্ক করল—ডিজিটাল বাংলাদেশ শুধু ব্যবহারে নয়, নিরাপত্তা ও স্থায়িত্বেও আরও প্রস্তুতি প্রয়োজন।
আমার বার্তা/এল/এমই
