ব্যবহারকারীর শরীরের তাপমাত্রার সঙ্গে বদলাবে ফোনের রং
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৪:৪৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

অপ্পোর জনপ্রিয় একটি মডেল রেনো ১৪ ফোনটি। এবার এর ৫জি ভার্সন বাজারে আনলো সংস্থা। বিশেষ এক ফিচার রয়েছে ফোনটিতে। ফোনের ব্যাক অর্থাৎ রেয়ার প্যানেলে পাওয়া যাবে মান্ডালা আর্টের ডিজাইন। এছাড়াও এই ফোনের রেয়ার প্যানেলে রয়েছে একটি বিশেষ ফিচার।
গ্লোশিফট টেকনোলজির সাপোর্ট পাবেন ব্যবহারকারীরা। এই বিশেষ প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীর দেহের তাপমাত্রা অনুসারে ফোনের ব্যাক প্যানেলের রং পরিবর্তন হবে। কালো থেকে সোনালি রং হতে পারে। একটিই র্যাম ও স্টোরেজ কনফিগারেশন নিয়ে লঞ্চ হয়েছে অপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশন।
এই স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার স্ট্যান্ডার্ড অপ্পো রেনো ১৪ মডেলের মতোই। ৬.৫৯ ইঞ্চি ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে। ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর ক্যামেরা। মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ চিপসেট। ফোনটিতে ১২জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ রয়েছে। এছাড়া আছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ওয়াট চার্জিং।
ভারতে লঞ্চ হয়েছে বিশেষ এডিশনটি। বেশ কিছু ছাড়ে এই ফোন কেনা যাচ্ছে। অপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯ হাজার ৯৯৯ রুপি। ফেস্টিভ অফারে এই ফোন কেনা যাবে ৩৬ হাজার ৯৯৯ রুপিতে। অপ্পো ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং নির্দিষ্ট অফলাইন রিটেল দোকান থেকে কেনা যাবে এই ফোন।
আমার বার্তা/জেএইচ