ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
শনিবার (২৭ সেপ্টেম্বর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
ফয়েজ তৈয়্যব বলেন, রেজিস্ট্রি রাইটস বিটিআরসি ও বিটিসিএলের অধীনেই থাকবে। তবে এবার রিসেলার সুবিধা চালু করা হবে এবং এজন্য এপিআই ডেভেলপ করার কাজ চলছে।
তিনি বলেন, এতদিনে দেশে মিলিয়ন মিলিয়ন ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হওয়ার কথা থাকলেও বাস্তবে হোস্টেড হয়েছে মাত্র ৪৫ হাজার ওয়েবসাইট। এর মধ্যে প্রায় ৩৭ হাজারই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের, যেগুলো ডট গভ, ডট বাংলা ও ডট বিডি তিন ধরনের ডোমেইনের আওতায় আছে। অর্থাৎ বেসরকারি খাতে ডোমেইন ব্যবহারের সাফল্য এখনো শূন্যের কাছাকাছি।
ফয়েজ তৈয়্যব অভিযোগ করে বলেন, আওয়ামী সরকারের সময়ে ‘বিদেশ ভ্রমণ হবে না’– এমন হাস্যকর কারণ দেখিয়ে এই খাতের অগ্রগতি আটকে রাখা হয়েছিল। এতে ডোমেইন নেইম, হোস্টিংয়ের কারণে বিদেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা গিয়েছে, যা আংশিকভাবে হলেও বন্ধ করা প্রয়োজন।
তিনি জানান, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে ডট জিওভি ডোমেইন উন্মুক্ত করা হবে। একইভাবে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ডট এডু ডট বিডি চালুর বিষয়েও পদক্ষেপ নেওয়া যেতে পারে। পাশাপাশি ডটকম ডটবিডি রিসেলার সুবিধাও উন্মুক্ত করা হবে।
ফয়েজ আহমদ আরও জানান, ডট ওআরজি, ডট বিডিসহ অন্যান্য এক্সটেন্ডেড ডোমেইন নেম নিয়ে বিটিআরসি ও বিটিসিএলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
আমার বার্তা/জেএইচ