অ্যান্ডি বায়রনের নতুন আরেক কেলেঙ্কারি ফাঁস
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৬:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নতুন বিতর্কে জড়ালেন যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার কোম্পানি অ্যাস্ট্রোনোমারের সাবেক প্রধান নির্বাহী (সিইও) ৫০ বছর বয়সি অ্যান্ডি বায়রন। তার বিরুদ্ধে প্রাপ্তবয়স্ক কনটেন্ট সাবস্ক্রিপশন প্ল্যাটফর্ম ওনলিফ্যান্সে বিপুল অর্থ ব্যয় করার অভিযোগ উঠেছে। দ্য ব্লাস্টের প্রতিবেদনে এ কেলেঙ্কারি ফাঁস হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সাবস্ক্রিপশন, কাস্টম ভিডিও এবং ব্যক্তিগত ভিডিও কলের জন্য আড়াই লাখ মার্কিন ডলার ব্যয় করেছেন অ্যান্ডি বায়রন। শুধু ওনলিফ্যান্স নির্মাতা ২৩ বছর বয়সি সোফি রেইনের সঙ্গে অন্তরঙ্গ ভিডিও কলে তিনি ব্যয় করেন প্রায় ৪০ হাজার ডলার।
জানা যায়, গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে সোফির সঙ্গে স্পষ্ট কনটেন্ট ভিডিও কলের ব্যবস্থা করতেন বায়রন। যদিও সোফি সরাসরি বায়রনের পরিচয় নিশ্চিত করেননি।
ব্রাজিলের মডেল কামিলা আরাউজো বলেন, বায়রনের এই খরচ শুধু সোফির জন্য নয়, বরং একাধিক নির্মাতার জন্য করা হয়েছে। রসিদ দেখেই নিশ্চিত হয়েছি, এখানে সাবস্ক্রিপশন ফি, কাস্টম কনটেন্ট আর ভিডিও কল মিলিয়ে মোট আড়াই লাখ ডলারের লেনদেন হয়েছে।
এর আগে, গত ১৬ জুলাই যুক্তরাজ্যের ব্যান্ড কোল্ডপ্লের কনসার্টে ‘জাম্বোট্রন’ স্ক্রিনে বায়রন ও কোম্পানির মানবসম্পদ প্রধান ক্রিস্টিন ক্যাবটকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। উভয়েই বিবাহিত হওয়ায় ভিডিওটি ভাইরাল হয়। এ কেলেঙ্কারির জেরে দুজনেই পদত্যাগ করেন।
আমার বার্তা/এল/এমই