হঠাৎ বন্ধ ফেসবুক ও ইনস্টাগ্রাম

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ২২:২৫ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

হঠাৎ করেই বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছে না। মেসেঞ্জার ব্যবহারেও সমস্যা হচ্ছে।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর থেকে ফেসবুকে লগ–ইন করা যাচ্ছে না। এমনকি যারা ফেসবুকে লগ–ইন করা অবস্থায় ছিলেন তারাও লগ–আউট হয়ে যান।

ব্যবসায়ী বাবুল আহমেদ বলেন, ‘মেসেঞ্জারে কথা বলছি। কথা বলা শেষ হওয়ার পর আর ঢুকতে পারছি না।’

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) রিপোর্টার মলয় কুমার দত্ত বলেন, ‘হঠাৎ করেই ফেসবুক লগ আউট হয়ে গেছে। এরপর থেকে ফেসবুকে ঢুকতে পারছি না।’

আইনজীবী ও মানবাধিকার কর্মী দিলরুবা শরমিন বলেন, ‘হঠাৎ করেই ফেসবুক লগ আউট হয়ে যায়। এরপর থেকে আর ঢুকতে পারছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইখ আল তমাল বলেন, ‘মেসেঞ্জার গ্রুপে গুরুত্বপূর্ণ নোটিশ দেখছিলাম। প্রথমে কয়েকটা টেক্সট সেন্ট হচ্ছিলো না। ভাবলাম স্বাভাবিক সমস্যা। একটু পর দেখি ফেসবুক অ্যাপে প্রবেশ করতে পারছি না।’

এর পরপরই রাত ৯ টা ৩৯ মিনিটে আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ লিখেন, ‘কয়েক মিনিট অপেক্ষা করুন সবকিছু সমাধান হয়ে যাবে।’


আমার বার্তা/এমই