গত বছরে মাদকের অতিরিক্ত মাত্রায় ১ লাখ মার্কিনির মৃত্যু: সিডিসি

প্রকাশ : ২০ মে ২০২৩, ১৯:৩০ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

২০২২ সালে যুক্তরাষ্ট্রে মাদকের অতিরিক্ত মাত্রায় ১ লাখের বেশি লোকের মৃত্যু হয়েছে হয়েছে বলে এক প্রতিবেদনে জানা যায়। 

গত বুধবার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিডিসির  প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালটি ড্রাগ ওভারডোজের রেকর্ডে সবচেয়ে মারাত্মক ছিল, এতে আনুমানিক ১ লাখ ৯ হাজার ৬৮০ জনের মৃত্যু হয়েছে।

মহামারি করোনার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ওভারডোজ মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মৃত্যুর সংখ্যা ২০১৯ সালে ৭১ হাজার থেকে বেড়ে ২০২০ সালে ৯০ হাজারের উপরে এবং ২০২১ সালে প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে।

এবি/ জিয়া