বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গত দুই সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান। দুটি মানবাধিকার সংস্থা সোমবার (১২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

ইরান হিউম্যান রাইটস এবং ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরান নামে মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইরফান সোলতানি নামে ২৬ বছর বয়সী এই বিক্ষোভকারীকে গত সপ্তাহে কারাজ থেকে গ্রেপ্তার করা হয়।  

সূত্র জানিয়েছে, “ইরফান সুলতানির পরিবারকে জানানো হয়েছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আগামী ১৪ জানুয়ারি তার দণ্ড কার্যকর করা হবে।”

ইরান হিউম্যান রাইটসের পরিচালক মাহমুদ আমিরি-মোঘাদ্দাম এক বিবৃতিতে বলেছে, “১৯৮০ সালের দিকে ইরান সরকার যেভাবে বিক্ষোভকারীদের হত্যা করত, সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঙ্গে ওই হত্যাকাণ্ডের মিল আছে। যেগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।”

ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরান এক বিবৃতিতে বলেছে, “সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি আমরা। তার একমাত্র অপরাধ ছিল ইরানের স্বাধীনতা চাওয়া। সোলতানিকে কোনো বিচার প্রক্রিয়ায় আইনজীবীও নিয়োগ করতে দেওয়া হয়নি।”

সংবাদমাধ্যম ইউএস সান জানিয়েছে, সোলতানির বিরুদ্ধে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার’ অভিযোগ আনা হয়েছে। যা ইরানে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, ইরানের সব জায়গায় ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় সোলতানিকে মৃত্যুদণ্ড দেওয়া ও সেটি কার্যকর হতে যাওয়ার বিষয়টির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

তবে ইরান সাম্প্রতিক সময়ে হুঁশিয়ারি দিয়েছে, বিক্ষোভের নামে যারা সরকারি সম্পদের ক্ষতি করেছে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে।

সূত্র: ফক্স নিউজ

আমার বার্তা/এল/এমই