সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

সীমান্তে কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষের মধ্যেই নিজেদের সংসদ ভেঙে দিয়েছে থাইল্যান্ড সরকার। ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে নতুন সাধারণ নির্বাচন করার ঘোষণাও দিয়েছে দেশটি।
শুক্রবার (১২ ডিসেম্বর) প্রকাশিত এক রাজকীয় আদেশে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, তার সংখ্যালঘু সরকার গত তিন মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্ত বিরোধসহ বিস্তর চ্যালেঞ্জ সামাল দিতে হিমশিম খাচ্ছে। উপযুক্ত সমাধান হলো সংসদ ভেঙে দেওয়া, যা জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ।
২০২৫ সালের ৫ সেপ্টেম্বর ক্ষমতায় আসা অনুতিন চার্নভিরাকুল জানুয়ারির শেষ নাগাদ সংসদ ভেঙে দেওয়ার কথা বললেও তিনি নির্বাচন আরও এগিয়ে আনলেন।
সম্প্রতি দক্ষিণ থাইল্যান্ডে ভয়াবহ বন্যা মোকাবিলায় ব্যর্থতার জন্য অনুতিন ও তার দল বুমজাইথাই ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বন্যায় অন্তত ১৭৬ জন নিহত হয়।
এদিকে কম্বোডিয়ার সঙ্গে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে অন্তত ২০ জন নিহত এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
রাজকীয় আদেশে অনুতিন লেখেন, রাষ্ট্র পরিচালনার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। স্থিতিশীলতা ছাড়া দেশ চালানো সম্ভব নয়। সংখ্যালঘু সরকার হিসেবে বর্তমান পরিস্থিতিতে কার্যকরভাবে দায়িত্ব পালন করা অসম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
সংসদ ভাঙার সিদ্ধান্ত আসে তরুণ ও প্রগতিশীল ‘পিপলস পার্টি’র সমর্থন হারানোর পর। পার্লামেন্টের বৃহত্তম দল হওয়া সত্ত্বেও তারা অনুতিনকে সমর্থন দিয়েছিল কিছু শর্তে যার মধ্যে ছিল সংবিধান সংস্কার শুরু করা ও চার মাসের মধ্যে সংসদ ভেঙে দেওয়া। দলটির অভিযোগ অনুতিন সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।
শুক্রবার অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নেওয়া পিপলস পার্টি বৃহস্পতিবারই সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানায়।
গত এক বছরে থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। আদালতের নির্দেশে ইতিমধ্যেই দুই প্রধানমন্ত্রীকে অপসারণ করা হয়েছে।
অনুতিনের পূর্বসূরি পেতংতার্ন সিনাওয়াত্রা একটি ফাঁস হওয়া ফোন কলে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনকে ‘চাচা’ বলে সম্বোধন ও থাই সেনাবাহিনীকে সমালোচনা করায় নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পদচ্যুত হন। তার আগের প্রধানমন্ত্রী শ্রেত্তা থাভিসিনও কারাবন্দী থাকা এক সাবেক আইনজীবীকে মন্ত্রিসভায় নিয়োগ দেওয়ার জন্য নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে বরখাস্ত হন।
সূত্র: বিবিসি
আমার বার্তা/জেএইচ
