সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের প্রত্যয় মোদি-পুতিনের

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৬:১৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

‘সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়ে লড়াই করছে রাশিয়া।’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাশে নিয়ে এমনটাই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে যৌথ সাংবাদিক সম্মেলনে অংশ নেন মোদি ও পুতিন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের প্রচেষ্টার দৃঢ় সমর্থক রাশিয়া। চলতি বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর এক প্রতিক্রিয়া জানায় পুতিনের সরকার। হামলার নিন্দা জানিয়ে মস্কো বলেছিল, ‘সকল ধরণের সন্ত্রাসবাদ নির্মূলের জন্য ভারতের সাথে সংহতি প্রকাশ করবে’।
 
সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গও উঠে আসে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বস্ত করে পুতিন বলেন, ইউক্রেনের সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে কাজ করছে রাশিয়া। তিনি আরও জানান, কীভাবে শান্তিপূর্ণভাবে সংঘর্ষ থামানোর প্রচেষ্টা চলছে, তার পরিকল্পনা মোদির সঙ্গে শেয়ার করেছেন।
 
প্রধানমন্ত্রী মোদি রুশ প্রেসিডেন্টকে বলেছেন, ভারত সবসময় শান্তিকে সমর্থন করেছে এবং শান্তির পক্ষে রয়েছে। রাশিয়া-ইউক্রেনও দ্রুত শান্তির পথে হাঁটবেন বলে আশা প্রকাশ করেছেন।
 
মোদি বলেন, ‘ইউক্রেন সঙ্কট শুরুর পর থেকে আমরা ক্রমাগত আলোচনা করেছি। সময়ে সময়ে আপনিও (পুতিন) আমায় সবকিছু জানিয়েছেন। আমি মনে করি যে, এই বিশ্বাস আমাদের শক্তি। আমি আপনার সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে। একসঙ্গে আমরা শান্তির পথে এগিয়ে যাব।’ 
 
দুইদিনের সফরে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লি পৌঁছান রুশ প্রেসিডেন্ট পুতিন। মোদি সশরীরে উপস্থিত হয়ে তার ‘বন্ধু’ পুতিনকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেন। 
 
তথ্যসূত্র: এনডিটিভি ও টিভিনাইন

আমার বার্তা/এল/এমই