হংকং আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২৮
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১৭:১৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

হংকংয়ের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে।
আগুন লাগার একদিনেরও বেশি সময় পর শুক্রবার (২৮ নভেম্বর) ভোরে তা নিয়ন্ত্রণে আসে। এরপর উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস এই মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ৮৯ জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। একজন ফায়ার সার্ভিস কর্মীও প্রাণ হারিয়েছেন।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭৯ জন। ফায়ার সার্ভিস জানায়, আগুন ভবনের নিচতলা থেকে শুরু হয়ে দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।
আগুনের তীব্রতা এতটাই ছিল যে তাপমাত্রা একসময় ৫০০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। ফলে কিছু জায়গায় আগুন নেভানোর পরও আবার জ্বলে ওঠে।
বলা হচ্ছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে আরও কয়েকদিন সময় লাগতে পারে। আগুন নেভাতে প্রায় আড়াই হাজার কর্মী অংশ নেন। এতে ১২ জন দগ্ধ হন।
এ অভিযানে ৩৯১টি ফায়ার ইঞ্জিন ও ১৮৮টি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হলেও কোনো হেলিকপ্টার বা ড্রোন মোতায়েন করা হয়নি; কারণ আগুন ভবনের ভেতরে থাকায় আকাশ থেকে পানি ছিটানো কার্যকর হতো না।
আমার বার্তা/এল/এমই
