শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৭:০৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ-২০২৫ এর মাধ্যমে আন্তর্জাতিক শ্রম মান উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।  

সোমবার (২৪ নভেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় শ্রম আইন সংশোধনকে স্বাগত জানায়।

বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ-২০২৫ এর মাধ্যমে আন্তর্জাতিক শ্রম মান উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। এই সংশোধন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শ্রমিক ও ব্যবসার জন্য সমান সুযোগ নিশ্চিত করার যাত্রায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করি, আগামী নির্বাচিত সংসদ দ্রুতই এই অধ্যাদেশকে আইনে পরিণত করবে।

আমার বার্তা/এল/এমই