শ্রীলঙ্কায় এথারের নতুন স্কুটার ‘রিজতা’ উন্মোচন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ১১:১০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ভারতের শীর্ষ বৈদ্যুতিক দুই-চাকার প্রস্তুতকারক এথার এনার্জি শ্রীলঙ্কার বাজারে তাদের অবস্থান আরও সুদৃঢ় করতে নতুন বৈদ্যুতিক স্কুটার এথার রিজতা আনল। দেশটির অন্যতম জনপ্রিয় অটোমোবাইল অনুষ্ঠান কলম্বো মোটর প্রদর্শনী ২০২৫-এ স্কুটারটি প্রথম জনসমক্ষে আনা হয়।

দেশজুড়ে বিস্তৃত কেন্দ্র পরিচালনায় ইভোলিউশন অটো শ্রীলঙ্কায় এথারের ব্যবসা পরিচালনা করছে স্থানীয় সংস্থা ইভোলিউশন অটো। বর্তমানে তারা দ্বীপজুড়ে প্রায় চল্লিশটি অভিজ্ঞতা কেন্দ্র চালাচ্ছে, যেখানে গ্রাহকেরা রিজতাসহ এথারের বিভিন্ন মডেল কাছ থেকে দেখতে, বুঝতে এবং চালিয়ে দেখতে পারছেন।

এছাড়াও রয়েছে এথার গ্রিড নামে দ্রুত চার্জিং ব্যবস্থা, যা দেশের বৈদ্যুতিক স্কুটার ব্যবহারকারীদের চার্জ নিয়ে অনিশ্চয়তা অনেকটাই কমিয়ে দিচ্ছে।

বিদেশে বাজার বিস্তারে এথারের নতুন পদক্ষেপ

গত বছর শ্রীলঙ্কায় এথারের প্রথম মডেল চালু হওয়ার পর এখন রিজতা উন্মোচনের মাধ্যমে সংস্থাটি আন্তর্জাতিক বাজারে আরও এক ধাপ এগোল। নেপালে কার্যক্রম শুরু হওয়ার পর শ্রীলঙ্কা খুব অল্প সময়েই এথারের কাছে গুরুত্বপূর্ণ বিদেশি বাজারে পরিণত হয়েছে। কোম্পানির মতে, রিজতা তাদের ওই অঞ্চলে আরও শক্ত অবস্থান গড়তে সাহায্য করবে।

পরিবারবান্ধব নকশা-রিজতার প্রধান বৈশিষ্ট্য

রিজতা মূলত পরিবারের দৈনন্দিন চলাচল বিবেচনায় রেখে তৈরি। এতে রয়েছে-

দীর্ঘ, আরামদায়ক ও প্রশস্ত আসন, যাতে দু’জন আরোহী স্বচ্ছন্দে বসতে পারেন

চৌত্রিশ লিটারের সিটের নিচের সংরক্ষণস্থল, যেখানে একটি হেলমেট ছাড়াও বাজারের জিনিস বা ছোট ব্যাগ রাখা যায়

চওড়া পা রাখার জায়গা, দীর্ঘ যাত্রায় আরাম পেতে সহায়ক

ভেজা বা পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণের জন্য এথার স্কিড-নিয়ন্ত্রণ প্রযুক্তি

রিজতার উন্নত সংস্করণে রয়েছে সাত ইঞ্চি রঙিন তথ্যপর্দা, যেখানে মানচিত্র-নির্দেশনা, সুর-শোনার নিয়ন্ত্রণ এবং ফোন কল ব্যবস্থাপনার সুবিধা পাওয়া যায়।

শ্রীলঙ্কায় বৈদ্যুতিক যানবাহনের পরিকাঠামো জোরদার করতে উদ্যোগ

এথার জানিয়েছে, শুধু নতুন মডেল যোগই নয়-রিজতা বাজারে আসার ফলে শ্রীলঙ্কার বৈদ্যুতিক যানব্যবস্থার সার্বিক উন্নতিতেও তারা ভূমিকা রাখতে চায়। দ্রুত চার্জিং ব্যবস্থা, সহজ সার্ভিস সুবিধা এবং ব্যবহারবান্ধব নকশা মিলিয়ে দেশটিতে আরও বড় অংশের গ্রাহকের কাছে পৌঁছানোর পরিকল্পনা তাদের।

শ্রীলঙ্কায় এথার রিজতার উন্মোচন স্পষ্ট করছে যে ভারতীয় বৈদ্যুতিক যান প্রস্তুতকারকেরা এখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও নিজেদের স্থান শক্ত করতে আগ্রহী। রিজতা সফল হলে ভবিষ্যতে এথার আরও নতুন দেশে প্রবেশের লক্ষ্যে আরও অনুপ্রাণিত হবে।