সিংগাপুরে ওয়ার্ল্ড কংগ্রেস অব এন্ডোস্কপিক সার্জারি অনুষ্ঠিত
ফ্যাকাল্টি হিসেবে যোগ দিলেন ডা. মাশফিক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৫:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সম্প্রতি সিংগাপুরে ২১তম ওয়ার্ল্ড কংগ্রেস অব এন্ডোস্কপিক সার্জারিতে (ডব্লিউসিইএস-২০২৫) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় ইন্টারনাশনাল ফ্যাকাল্টি ও স্পিকার হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের খ্যাতনামা ল্যাপারোস্কপিক ও ইন্টারভেনশন এন্ডোস্কপিক সার্জন ডা. মাশফিক আহমেদ ভূঁঞা। গত ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সিঙ্গাপুরের সানটেকে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সেখানে এশিয়ার এন্ডোস্কপিক এবং ল্যাপারোস্কপিক সার্জনদের (ইএলএসএ) ১৭তম এশিয়া-প্যাসিফিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে ডা. মাশফিক আহমেদ ভূঁঞা দুটি সেশনে অংশ নেন। এর মধ্যে ‘সিম্পোজিয়াম সিক্সএ- চ্যালেঞ্জ অ্যান্ড ফিউচার ইন থেরাপিউটি এন্ডোসকপি’ শীর্ষক সিম্পোজিয়ামে সম্মানজনক চেয়ারপারসন হিসেবে অংশ নেন।
এ ছাড়া ‘ভিডিও সেশন টুবি- থেরাপিউটি এন্ডোসকপি: এ জার্নি বাই এন্ডোস্কপি’ শীর্ষক সেশনে তিনি স্পিকার হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, জার্মানি, কানাডা, পেরু, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশের এন্ডোস্কপিক সার্জনরা অংশ নেন।
ডা. মাশফিক আহমেদ ভূঁঞা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এ ছাড়াও দেশের খ্যাতনাম এ ল্যাপারোস্কপিক অ্যান্ড ইন্টারভেনশন এন্ডোস্কোপিক সার্জন এই মেডিকেল কলেজ থেকেই তার এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। তিনি ৩৩তম বিসিএসের একজন ক্যাডার। ডা. মাশফিক বাংলাদেশ কলেজ অব্ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে এফসিপিপিএস ডিগ্রি অর্জন করেছেন।
এ ছাড়াও ডা. মাশফিক আহমেদ ভূঁঞা বিশ্বের প্রথম আন্তর্জাতিক ব্যথামুক্ত কোলনস্কপি বইয়ের লেখক ও প্রশিক্ষক। তিনি গ্যাস্ট্রোএন্টারোলজি ও এন্ডোস্কপি সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংগঠনের সদস্য।
আমার বার্তা/এমই
