ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্য

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৩:২৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া (ডিসি)। দরিদ্র আমেরিকানদের জন্য বরাদ্দ খাদ্য সহায়তা বন্ধ করার সরকারি পরিকল্পনার প্রতিক্রিয়ায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় চার কোটি নিম্ন আয়ের মানুষের জন্য ব্যবহৃত এই খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন বন্ধ ঠেকাতে অঙ্গরাজ্যগুলো আদালতের শরণাপন্ন হয়েছে।

অঙ্গরাজ্যগুলো চায়, প্রশাসন যেন প্রায় ৬০০ কোটি ডলারের জরুরি তহবিল ব্যবহার করে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (এসএনএপি), যা ‘ফুড স্ট্যাম্প’ নামে পরিচিত, তা চালু রাখে। তবে মার্কিন কৃষি বিষয়ক দপ্তর (ইউএসডিএ) জানিয়েছে, তারা এই জরুরি তহবিল ব্যবহার করবে না।

 ইউএসডিএ এক ঘোষণায় বলেছে, “সহজভাবে বললে, কূপ এখন শূন্য” অর্থাৎ খাদ্য সহায়তার অর্থ ফুরিয়ে এসেছে এবং নভেম্বরে তা শেষ হয়ে যাবে। তাদের যুক্তি, এই টাকা প্রাকৃতিক দুর্যোগের মতো অন্যান্য জরুরি প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে।
 
ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলদের নেতৃত্বে এই ২৫টি অঙ্গরাজ্য (যার মধ্যে রয়েছে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও ওয়াশিংটন) মামলা করেছে। তাদের যুক্তি, প্রশাসন যদি জরুরি তহবিল ব্যবহার না করে, তবে তা আইনবিরুদ্ধ হবে এবং কোটি কোটি আমেরিকান খাদ্য কেনার সামর্থ্য হারাবে।

 মামলায় বলা হয়েছে, এসএনএপি সুবিধা বন্ধ হলে জনগণের স্বাস্থ্য ও কল্যাণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং শিশুদের মধ্যে গুরুতর প্রভাব ফেলতে পারে।
 
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্পের এই পদক্ষেপকে “নির্মমতা” আখ্যা দিয়ে বলেন, “ডোনাল্ড ট্রাম্প যখন পৃথিবীজুড়ে ঘুরে বেড়িয়ে নিজের ব্যর্থতার দাগ মুছতে ব্যস্ত, তখন তিনি নিজের দেশের কোটি মানুষকে অনাহারে ঠেলে দিচ্ছেন।”

এর জবাবে ইউএসডিএ ডেমোক্র্যাটদেরকেই দায়ী করেছে। সংস্থাটি বলেছে, ডেমোক্র্যাটদের এখন সিদ্ধান্ত নিতে হবে— তারা দলের চরমপন্থি অংশের পক্ষে থাকবে, না সরকার পুনরায় চালু করে দরিদ্রদের জন্য সময়মতো খাদ্য সহায়তার ব্যবস্থা করবে। প্রায় এক মাস ধরে চলমান ফেডারেল প্রশাসনের অচলাবস্থা বা শাটডাউনেরও এখনও কোনও সমাধান হয়নি।

আমার বার্তা/জেএইচ