স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কার করা উচিত : ট্রাম্প
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৩:৩৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের সময় ট্রাম্প এ মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইউরো নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সম্পর্কের অবনতি হয় গত জুন মাসে। তখন নেদারল্যান্ডের হেগ শহরে অনুষ্ঠিত ন্যাটো সামিটের সময় ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করেছিলেন পেদ্রো। ওই সম্মেলনে ন্যাটোর সামরিক বাজেট বৃদ্ধির লক্ষ্যে দেশগুলোকে তাদের মোট জিডিপি'র ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেছিলেন ট্রাম্প। কিন্তু স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো এ প্রস্তাবের বিরোধিতা করেছিলেন এবং সামরিক বাজেট ২ শতাংশেই সীমাবদ্ধ রাখার কথা জানান।
এছাড়াও ইসরায়েল ইস্যুতে বরাবর ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে কট্টর-বামপন্থি পেদ্রো সানচেজের দল। এরই মধ্যে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা সহ স্পেনের বন্দর ও ঘাটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে স্টাবের সঙ্গে ট্রাম্পের এ বৈঠকটি ছিল বাণিজ্যক বিষয়ে। এ বৈঠকের মাধ্যমে ফিনল্যান্ডের নিকট ১১টি মাঝারি ক্ষমতার আইসব্রেকার বিক্রির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল্য প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার। ফিনল্যান্ড এই পদক্ষেপ নিচ্ছে রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বৃদ্ধি করার জন্য।
আমার বার্তা/জেএইচ