ভারত ভ্রমণের আগে অনলাইনে ফরম পূরণ ভোগান্তির আরেক নাম

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৪:১৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ভারত ভ্রমণের আগে অনলাইনে আগমন ফরম পূরণ বাধ্যতামূলক করেছে ভারতীয় দূতাবাস। ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া এ নিয়মকে যাত্রীরা নতুন ভোগান্তি ও হয়রানির কারণ বলে অভিযোগ করেছেন।

পাসপোর্টধারীরা জানান, ভ্রমণের ৭২ ঘণ্টা আগে ‘ইন্ডিয়ান ভিসা অনলাইন এরাইভেল’ ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফরমের প্রিন্ট কপি সঙ্গে নিতে হচ্ছে। কিন্তু সার্ভার সচল না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।
 
এর আগে ভারতগামী যাত্রীদের ইমিগ্রেশনে গিয়ে হাতে লিখেই আগমন ফরম পূরণ করতে হতো।
 
বেনাপোল স্থলবন্দর সূত্র জানায়, একের পর এক শর্তে ভারতগামী যাত্রীদের যাতায়াত কমে এখন ২০ শতাংশে নেমে এসেছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন ৭-৮ হাজার যাত্রী যাতায়াত করলেও বর্তমানে তা নেমে এসেছে এক হাজারের নিচে। বৃহস্পতিবার বেনাপোল দিয়ে মাত্র ৭৯৬ জন ভারত গেছেন, ফিরেছেন ৪৮৬ জন।
 
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে ভারত সরকার ট্যুরিস্ট, বিজনেস ও স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেয়। মেডিকেল ভিসা চালু থাকলেও নানা শর্ত যুক্ত হওয়ায় ভিসা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ভিসা ফি ও ভ্রমণ ফি বেড়ে দ্বিগুণ হয়েছে।
 
ভুক্তভোগী পাসপোর্টধারী অনিতা বিশ্বাস বলেন, ‘স্ত্রীকে চিকিৎসার জন্য ভারতে নিতে গিয়ে নতুন ফরম পূরণে ১০০ টাকা খরচ করতে হয়েছে। সার্ভার সমস্যার কারণে এক ঘণ্টা অপেক্ষা করে ভোগান্তি পোহাতে হয়েছে।’
 
অন্য এক যাত্রী অনিমেষ অভিযোগ করে বলেন, ‘ভিসা পেতে আমার ১৭-১৮ হাজার টাকা খরচ হয়েছে। ভোগান্তির শেষ নেই। হয় ভিসা সহজ করুক, না হয় বন্ধ করে দিক।’
 
ভারতগামী যাত্রী আজিবার রহমান জানান, একের পর এক শর্তে ভ্রমণ ও ভিসা প্রাপ্তি দিন দিন কঠিন হয়ে পড়ছে।
 
বেনাপোল স্থলবন্দর পরিচালক শামিম হোসেন বলেন, ‘ভিসা প্রদানের সংখ্যা কমে যাওয়ায় যাত্রী চলাচলও অনেক কমে গেছে।’

আমার বার্তা/এল/এমই