বাংলাদেশ-নেপালের মতো এশিয়ার আরেক দেশে জ্বলে উঠেছে জেন-জিরা
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার পর এবার দুর্নীতির বিরুদ্ধে জ্বলে উঠেছে এশিয়ার আরেকটি দেশের জেন-জিরা। সরকারি প্রকল্পে কোটি কোটি ডলারের অপচয় ও অনিয়মের অভিযোগ ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফিলিপাইন।
রোববার (২১ সেপ্টেম্বর) দেশটির রাজধানী ম্যানিলায় সরকারবিরোধী আন্দোলনে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সাল থেকে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে প্রায় ৯৫০ কোটি ডলার খরচ করেছে ফিলিপিন্স সরকার। কিন্তু বর্ষায় রাজধানীসহ বহু এলাকা পানিতে ডুবে যাওয়ায় প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ক্ষোভই এখন বিক্ষোভে রূপ নিয়েছে।
রোববারের আন্দোলনে বিক্ষোভকারী প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সমাবেশ করার চেষ্টা করলে তাদের আটকে দেয় পুলিশ। এতে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা, পুলিশের দিকে পাথর নিক্ষেপের পাশাপাশি সড়কে টায়ার পুড়িয়ে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভকারীরা। পুলিশও পাল্টা টিয়ার গ্যাস, ওয়াটার ক্যানন ও ফ্ল্যাশব্যাং ব্যবহার করে।
আন্দোলনে অনেকেই মুখে মাস্ক পরে ছিলেন। কেউ কেউ আবার জাপানি মাঙ্গা সিরিজ ‘ওয়ান পিস’–এর পতাকা ব্যবহার করেন, যেটি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশ ইন্দোনেশিয়ার সাম্প্রতিক বিক্ষোভগুলোতেও প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। অনেকের মতে, এ ধরনের কালচারাল প্রতীক তরুণ প্রজন্মের ক্ষোভ প্রকাশে নতুন ধরনের প্রতীকী ভাষা তৈরি করছে।
এই বিক্ষোভের সঙ্গে মিলে গেছে সাবেক একনায়ক ফের্দিনান্দ মার্কোস সিনিয়রের সেনাশাসন জারির বার্ষিকী। তখনকার মতোই এখনো দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাস্তায় নেমেছে মানুষ।
পুলিশ বলছে, বিক্ষোভকালে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, সংঘর্ষে আহত হয়েছে বহু মানুষ। তবে, রাজধানীর অন্য এলাকায় কয়েকটি শান্তিপূর্ণ সমাবেশও হয়েছে, যেখানে সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলেছেন হাজার হাজার মানুষ।
আমার বার্তা/এমই