লিবিয়ান কোস্টগার্ড উদ্ধারকারী জাহাজে গুলি চালিয়ে শরণার্থীদের ফেলছে সমুদ্রে
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারকারী জাহাজে গুলি চালিয়ে শরণার্থীদের সমুদ্রে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে লিবিয়ান কোস্টগার্ডের বিরুদ্ধে। এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে ইতালির একটি দৈনিক। গত কয়েক মাসে এ ধরনের ঘটনা বাড়তে থাকায় এরইমধ্যে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দাখিল করেছে মানবাধিকার সংগঠনগুলো।
উন্নত জীবনের আশায় মৃত্যুর ঝুঁকি পরোয়া না করে প্রতি বছর ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করেন হাজারও বাংলাদেশি। লক্ষ্য থাকে যেকোনো উপায়ে ইতালি পৌঁছানো।
অনিশ্চিত সাগর যাত্রায় উত্তাল ঢেউয়ে নৌকা উল্টে কিংবা দীর্ঘদিন খাবার, পানি না পেয়ে অনেকেই প্রাণ হারান। সেই ঝুঁকির সঙ্গে এবার যুক্ত হয়েছে নতুন আতঙ্ক। অভিযোগ উঠেছে, অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারকারী জাহাজে গুলি চালিয়ে শরণার্থীদের সমুদ্রে ফেলে দিয়েছে লিবিয়ান কোস্টগার্ড।
সম্প্রতি ইতালির একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লিবিয়ান কোস্টগার্ড শরণার্থীদের সমুদ্রে ফেলে দিয়েছে। মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান নামের এনজিও জানিয়েছে, গত আগস্টেও একইভাবে হামলার ঘটনা ঘটে, এমনকি উদ্ধারকারী জাহাজে গুলিও চালানো হয়।
উদ্ধারকারীদের দাবি, শরণার্থীদের অন্তত চারজন গুলিতে নিহত হয়েছেন। এসব ঘটনায় আন্তর্জাতিক আদালতে অভিযোগ দাখিল করেছে মানবাধিকার সংগঠনগুলো।
এদিকে, প্রশাসন ও প্রবাসীরা বারবার নিরুৎসাহিত করার পরও ইতালিতে থামছে না অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের ঢল। গেল বুধবার বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৪১ জন পৌঁছেছেন ইতালির লাম্পেদুসায়। চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন প্রায় ১৫ হাজার বাংলাদেশি।
আমার বার্তা/এল/এমই