পশ্চিমা সেনারা ইউক্রেনে গেলে লক্ষ্যবস্তু হবে: পুতিন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে যদি পশ্চিমা সেনা মোতায়েন করা হয় তবে তারা মস্কোর বৈধ হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভ্লাদিভোস্তকে এক অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে পুতিন এই মন্তব্য করেন।
পুতিনের এই মন্তব্য এসেছে একদিন পরেই যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, ২৬টি দেশ ইউক্রেনকে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পুতিন বলেন, যদি সেখানে পশ্চিমা সেনা পাঠানো হয় বিশেষ করে এখন, যখন যুদ্ধ চলছে। তাহলে তাদের লক্ষ্যবস্তু করা হবে।
তিনি আরও বলেন, যদি কোনো শান্তি চুক্তি বা দীর্ঘস্থায়ী শান্তির সিদ্ধান্তে পৌঁছানো যায়, তাহলে ইউক্রেনের মাটিতে পাশ্চিমা বাহিনীর উপস্থিতির কোনো যৌক্তিকতা থাকবে না।
রাশিয়া বহুদিন ধরেই দাবি করে আসছে, ন্যাটো যাতে ইউক্রেনকে সদস্যপদ না দেয় এবং সেখানে সেনা মোতায়েন না করে — সেটাই যুদ্ধ শুরুর অন্যতম কারণ।
ইউক্রেন চায়, ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ ঠেকাতে পশ্চিমা শক্তির সুসংহত নিরাপত্তা সহায়তা।
ফ্রান্স ও ব্রিটেন এরই মধ্যে যুদ্ধ-পরবর্তী সময়ে ইউক্রেনে সেনা মোতায়েনের সম্ভাবনার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সেনা ইউক্রেনে যাবে না, তবে তারা আকাশসীমায় সহায়তা ও অন্যান্য সমর্থন দিতে পারে।
সূত্র: রয়টার্স
আমার বার্তা/জেএইচ