আগামী বছর মহাকাশে প্রথম নভোচারী পাঠাবে পাকিস্তান

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৫:০৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

পাকিস্তান তাদের প্রথম নভোচারীকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালেই দেশটি মহাকাশে প্রথম নভোচারী পাঠাতে চলেছে।

দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল নিশ্চিত করেছেন, এই কর্মসূচি আগামী বছর শুরু হবে। গত সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম প্রোপাকিস্তানি।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) এবং চীনের মহাকাশ সংস্থা এ উদ্যোগটি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে দুজন পাকিস্তানি প্রার্থীকে চীনের নভোচারী প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হবে।

প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে একজনকে বৈজ্ঞানিক পেলোড বিশেষজ্ঞ হিসেবে বেছে নেওয়া হবে। নির্বাচন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং ২০২৬ সালের মধ্যে তা শেষ হওয়ার কথা। নির্বাচিত নভোচারী এরপর চীনের স্পেস স্টেশনে যোগ দেবেন।

এই মিশনে জীববিজ্ঞান, চিকিৎসা, তরলবিজ্ঞান, উপকরণ গবেষণা, পরিবেশবিদ্যা ও জ্যোতির্বিদ্যাসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণা পরিচালনা করবেন তিনি।

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বলেন, পাকিস্তান ২০২৬ সালের মধ্যেই প্রথম নভোচারীকে চীনের মহাকাশ স্টেশনে পাঠাতে অঙ্গীকারবদ্ধ। এটি হবে দেশের মহাকাশ অভিযানে এক ঐতিহাসিক মাইলফলক।


আমার বার্তা/জেএইচ