পাকিস্তানে ভয়াবহ বন্যার মধ্যেই ভূমিকম্প

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৭:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। এর মধ্যেই এবার দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়ার কিছু অংশ ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়ার কিছু অংশ ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন মতে, মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়ার কিছু অংশ ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। এছাড়া পেশোয়ার, সোয়াত ও অ্যাবোটাবাদেও কম্পন অনুভূত হয়। 
 
পাকিস্তান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিডিএম)-এর তথ্য মতে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের ১৯০ কিলোমিটার গভীরে।
 
দুর্যোগ ব্যবস্থা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 
 
এর আগে চলতি বছরের মে মাসে পাকিস্তানের উত্তরাঞ্চলে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তাতে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার কয়েকটি জেলা কেঁপে ওঠে।    

আমার বার্তা/এল/এমই