ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্রে ইসরাইলের হামলা

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৮:১৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর প্রেস টিভির।

প্রতিবেদন মতে, ইয়েমেনের বিরুদ্ধে চলমান আগ্রাসনের অংশ হিসেবে রোববার (১৭ আগস্ট) একটি বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলা চালায় ইসরাইলি বাহিনী। সানার বাসিন্দারা জানিয়েছেন, তারা হাজিম পাওয়ার স্টেশনে অন্তত বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
 
প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, রোববার ভোরে বিদ্যুৎকেন্দ্রের কাছে দুটি বিস্ফোরণ ঘটে। তবে তৎক্ষণাৎ কোনো হতাহতের খবর জানানো হয়নি।
 
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, রাজধানী সানার দক্ষিণে একটি বিদ্যুৎকেন্দ্র আগ্রাসনের শিকার হয়েছে, যার ফলে এর কিছু জেনারেটর বন্ধ হয়ে গেছে।
 
হামলাটি চালানো হয়েছে মূলত ইসরাইলি নৌবাহিনীর জাহাজ থেকে। যা ইসরাইলি সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাতে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
 
গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে গত সপ্তাহে ইসরাইল-অধিকৃত হাইফা, নেগেভ, আইলাত ও বির শেভা শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হুতি যোদ্ধারা।
 
এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে ওই হামলার তথ্য নিশ্চিত করেন। আল-মাসিরাহ টিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, ছয়টি ড্রোন ব্যবহার করে আক্রমণ চালানো হয়েছে যা সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে।
 
ওই হামলার কয়েকদিন পর ইয়েমেনের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাল ইসরাইল। তবে বেসামরিক স্থাপনায় হামলা চালানোয় এর তীব্র নিন্দা জানিয়েছে হুতি। 
 
প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ এক এক্স বার্তায় বলেছেন, ‘ক্রিমিনাল ও দেউলিয়া শত্রু কেবল বেসামরিক স্থাপনা এবং অবকাঠামো, যেমন পানি ও বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।’
 
হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইসরাইলের ‘গণহত্যা, অনাহার ও বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনিদের উদ্দেশ্য দুর্বল করার পরিকল্পনা বাস্তবায়নের’ লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। 
 
সেই সঙ্গে তিনি ‘গাজা উপত্যকার ওপর আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ সম্পূর্ণরূপে প্রত্যাহার না হওয়া পর্যন্ত’ ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

আমার বার্তা/এল/এমই