ভারতের ওপর শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১০:২২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী। ফাইল ছবি: এএফপি

ভারতীয় পণ্যের ওপর ‘উল্লেখযোগ্য মাত্রায়’ শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৪ আগস্ট) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনে তা পুনরায় বিক্রি করে ‘বড় মুনাফা’ করছে।

ট্রাম্প লেখেন, ওরা মোটেও পরোয়া করে না যে রাশিয়ার যুদ্ধযন্ত্র ইউক্রেনে কত মানুষ হত্যা করছে। তাই আমি যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যে প্রদেয় শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়াবো।

তবে ঠিক কত হারে শুল্ক বাড়ানো হবে কিংবা এটি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করেননি তিনি। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারত থেকে প্রায় ৮৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।

এর আগে, গত সপ্তাহেই ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। পাশাপাশি, রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনার কারণে ভারতের ওপর জরিমানা আরোপেরও ঘোষণা দেন।

পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল বলেন, ভারতের আমদানি মূলত দেশীয় ভোক্তাদের জন্য সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে করা হয়। তিনি পশ্চিমা দেশগুলোর সমালোচনা প্রত্যাখ্যান করে বলেন, এ প্রেক্ষাপটে ভারতের বিরুদ্ধে এই টার্গেটিং অন্যায্য ও অযৌক্তিক।

জয়সওয়াল আরও বলেন, ভারতের বৈদেশিক সম্পর্ক স্বতন্ত্র ভিত্তিতে দাঁড়িয়ে। তৃতীয় কোনো দেশের প্রিজম দিয়ে এই সম্পর্ক মূল্যায়ন করা উচিত নয়। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের, স্থিতিশীল ও পরীক্ষিত।

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থার তথ্যমতে, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারত রাশিয়ার ‘ডিসকাউন্টেড’ দামে তেল কেনা প্রায় ছয়গুণ বাড়িয়েছে।

তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ভারতের অবস্থানের সমালোচনা অব্যাহত রেখেছেন। হোয়াইট হাউজের উপদেষ্টা স্টিফেন মিলার বলেন, মানুষ জানলে অবাক হবে, রাশিয়ার তেল কেনায় ভারত এখন চীনের সমতুল্য। এটা বিস্ময়কর। - সূত্র: আল-জাজিরা


আমার বার্তা/এমই