জমিতে হাল দিতে নামলেন ভারতের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৫:৪১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সাদা টি-শার্ট। সাদা প্যান্ট। সেটা আবার হাঁটু পর্যন্ত গোটানো। কর্দমাক্ত। চোখে চশমা। এক হাতে ছড়ি। আরেক হাতে শক্ত করে ধরা দড়ি। দু’টি বলদ দিয়ে জমিতে হাল জুতেছেন। পুরো দস্তুর কৃষক। এভাবেই ধরা দিলেন ভারতের উত্তরাখণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।
স্থানীয় সংবাদমাদ্যমের প্রতিবেদন মতে, শনিবার (৫ জুলাই) রাজ্যের উধম সিং নগর জেলায় নিজের গ্রাম খাতিমায় ধানের জমিতে হাল দিতে নামেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। সেই ছবি আবার এক্স-এ পোস্ট করেন। লেখেন, ‘পুরনো দিনের কথা ভুলিনি।’
মুখ্যমন্ত্রী হলেও তিনি যে নিজের শিকড়কে ভোলেননি, ছবির মধ্যদিয়ে ধামী সেই বার্তাই দেয়ার চেষ্টা করেছেন বলে মনে করা হচ্ছে। ধামী লেখেন, ‘পুরনো দিনের কথা ভুলতে পারিনি। সেই সময় খাতিমায় নগর তরাইয়ে আমাদের জমিতে ধান পোঁতার কাজ করেছি। এই কাজ করতে কত পরিশ্রম করতে হয়, তার অভিজ্ঞতাও আছে।’
তিনি আরও লেখেন, ‘কৃষকেরা শুধু আমাদের অর্থনীতির শিরদাঁড়া নয়, তারা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের বাহকও বটে। কৃষিকাজে যে নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম রয়েছে, তা এক জন কৃষককে না দেখলে বোঝা যায় না।’
বর্তমানে চম্বাবতের বিধায়ক ধামী খাতিমা থেকে দু’বার প্রতিনিধিত্ব করেছেন। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় খাতিমাতে চলে এসেছিল তার পরিবার। গত শুক্রবার (৪ জুলাই) খাতিমাতে যান তিনি। শনিবার সকালে গ্রামে নিজেদের ধানের ক্ষেতে হাল দেন। কৃষকদের সঙ্গে ধানের চারাও লাগান।
আমার বার্তা/এল/এমই