ইউক্রেনজুড়ে রাশিয়ার মুহুর্মুহু হামলা, নিহত ১২
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৩:১৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ইউক্রেনজুড়ে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন। আঞ্চলিক কর্মকর্তা ও জরুরি পরিষেবার বরাত দিয়ে রোববার (২৫ মে) এই তথ্য জানিয়েছে বিবিসি।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরে হামলায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া কিয়েভের পশ্চিমে ঝিতমিরে নিহত হয়েছে তিনজন শিশু।
এক বিবৃতিতে খমেলিনতস্কির আঞ্চলিক প্রধান সেরহি তিউরিন বলেছেন, রাশিয়ান হামলায় চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। তিনি জানান, রুশ হামলায় ছয়টি প্রাইভেট হাউজ ধ্বংস হয়েছে এবং অন্তত ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়ভের আঞ্চলিক প্রধান মিকোলা কালাশনিক নিশ্চিত করেছেন যে অঞ্চলিতে রুশ হামলায় তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। রাশিয়ার হামলায় কয়েকটি বাড়িতে যে আগুন লেগেছে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভে রুশ হামলায় ১১ জন আহত হয়েছে। সেই সঙ্গে একাধিক বাড়িতে আগুন লেগেছে এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার আট অঞ্চল টার্গেট করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর স্থানীয় সময় ২৪ মে রাত ৮টা হতে ২৫ মে রাত ১২টা পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ইউনিট ইউক্রেনের ৯৫টি ড্রোন প্রতিহত বা ধ্বংস করেছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, রাজধানীর দিকে আসা ১২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
আমার বার্তা/জেএইচ