ইসরায়েলের হুমকিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১০:১৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ইসরায়েলের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষিতে ইরান বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে জানান, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে তার দায় যুক্তরাষ্ট্রকেও নিতে হবে।
তিনি বলেন, ‘যদি ইসরায়েল কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে আমরা তীব্র প্রতিক্রিয়া জানাবো। এই ‘সায়োনিস্ট শাসনের’ (ইসরায়েল) যেকোনো অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে আমরা নির্ভুল জবাব দেব।’
আরাঘচি আরও উল্লেখ করেন, যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হুমকি অব্যাহত থাকে, তাহলে তা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হতে পারে এবং এসব পদক্ষেপ আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাকে (আইএইএ) পরে জানানো হবে।
আজ শুক্রবার রোমে ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনার পঞ্চম দফা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আলোচনাকে কেন্দ্র করেই অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে।
এদিকে আলাদা এক বিবৃতিতে ইরানের রেভ্যুলুশনারি গার্ডস (আরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি হামলা চালায়, তাহলে তারা ‘ধ্বংসাত্মক ও চূড়ান্ত জবাব’ পাবে।
আইআরজিসি-র মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, তারা যুদ্ধের ভয় দেখিয়ে আমাদের ভয় পাইয়ে দিতে চায়, কিন্তু তাদের হিসাব ভুল।
এই উত্তেজনার পেছনে রয়েছে সম্প্রতি অ্যাক্সিওসকে দেওয়া দুইজন ইসরায়েলি সূত্র জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেঙে পড়লে ইসরায়েল খুব দ্রুত পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিতে পারে।
কূটনীতিকরা বলছেন, যদি আলোচনা ব্যর্থ হয় কিংবা ইসরায়েলের উদ্বেগ মেটাতে না পারে, তাহলে ইসরায়েল নিজেই সামরিক পদক্ষেপ নিতে পারে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ি বলেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের দাবি অতিরিক্ত এবং অপমানজনক।’ তার এ মন্তব্যে নতুন কোনো চুক্তির সম্ভাবনাও দুর্বল হয়ে পড়ে।
আমার বার্তা/জেএইচ