ইউক্রেনের সঙ্গে চুক্তির ফলে ৩৫০ বিলিয়ন ডলারেরও বেশি আয় হবে: ট্রাম্প
প্রকাশ : ০১ মে ২০২৫, ১৬:২০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ট্রাম্প উক্রেনের বিরল খনিজ মজুদকে 'একটি বড় সম্পদ' হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আমরা একটি চুক্তি করেছি, যেখানে আমরা তাত্ত্বিকভাবে ৩৫০ বিলিয়ন ডলারের চেয়ে অনেক বেশি পাবো।
কিয়েভ সরকারের সঙ্গে খনিজ চুক্তি করলে যুক্তরাষ্ট্রের জন্য ৩৫০ বিলিয়ন ডলারেরও বেশি আয় হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান কেবল সংবাদ নেটওয়ার্ক নিউজ নেসনকে তিনি এ কথা বলেন।
কয়েক মাস ধরে টানা আলোচনার পর গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে দুই দেশ ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে চুক্তিতে সই করে।
ট্রাম্প উল্লেখ করেন, (৩৫০ বিলিয়ন ডলার) অর্থ তার পূর্বসূরি জো বাইডেন আর্থিক ঋণ এবং সামরিক সহায়তার আকারে ইউক্রেনকে হস্তান্তর করেছিলেন।
নথি অনুসারে, খনিজ উত্তোলনের জন্য তহবিল পরিচালনায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের সমান অধিকার থাকবে। চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি ইউক্রেনীয় দায়বদ্ধতার কথা বলা হয়নি।
আমার বার্তা/এল/এমই