বিশ্বব্যাপী করোনায় আরও ২৩০ জনের মৃত্যু

প্রকাশ : ০৫ মে ২০২৩, ১৮:২৯ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ২৮৬ জন। সুস্থ হয়েছেন ৭৪ হাজার ১০৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৭৫ লাখ ৫৮ হাজার ১৯১ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৬৯ হাজার ৬৮৬ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৫ হাজার ৯৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৭৯ জনের এবং আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৩৮ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ২০ হাজার ১৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এবি/ জিয়া