জাপানের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব হেল্থ এন্ড ওয়েলফেয়ারের সঙ্গে বিএসএমএমইউ'র সমঝোতা চুক্তি

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ১৭:০২ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কার্যকর অবদান রাখার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) জাপানের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব হেল্থ এন্ড ওয়েলফেয়ারের সাথে (আইইউএইচডব্লিইউ) সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার জাপানের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব হেল্থ এন্ড ওয়েলফেয়ারের পক্ষ প্রফেসর টোমোহিকো ইউসুই এ  সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। 

উপাচার্য জানান, এ সমঝোতা চুক্তির ফলে ভবিষ্যতে স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী এ প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক  সহযোগিতার সুযোগ তৈরি হলো। চুক্তির ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় জাপানের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব হেল্থ এন্ড ওয়েলফেয়ারের অধীভুক্ত স্বাস্থ্যশিক্ষা, সেবা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সঙ্গে মানবসম্পদ বিনিময় করার পাশাপাশি প্রশিক্ষণ নিতে পারবে। 

পারস্পরিক সহযোগিতামূলক গবেষণা নিয়ে আলোচনা, সিম্পোজিয়াম ইত্যাদি ক্ষেত্রে বিএসএমএমইউর  স্বাস্থ্যকর্মীরা পেশাদার, মেডিক্যাল ও নার্সিংয়ের শিক্ষার্থীরা দক্ষ হয়ে উঠতে পারবে। গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য ও উপকরণ উভয় প্রতিষ্ঠানের গবেষকরা বিনিময়ও করতে পারবে। 

অনুষ্ঠানে জাপানের মেডিক্যাল কর্পোরেশন ইওয়াকাই-এর চেয়ারম্যান ডা. কাজুহিকো ড্যানু, জাপানের ম্যাটস মেডিক্যাল ইনকর্পোরেটেডের সিইও ডা. নাওফুমি কিতা, বাংলাদেশের শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের পরিচালক ফুটেশি কোনো এবং টোকিও ইউনিভার্সিটির পিএইচডি রিসার্চ ফেলো ও বিএসএমএমইউ'র চক্ষু বিশেষজ্ঞ ডা. তাজবীর আহমেদ উপস্থিত ছিলেন।

এবি/ জিয়া