ডেঙ্গুতে মৃত্যু ছাড়ালো ১৭০০

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৯ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা দাঁড়াল এক হাজার ৭০১ জনে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১০ জন রোগী।
 
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া দুজনই ঢাকার বাইরের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০১ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৭৮ জন আর ঢাকার বাইরের ৭২৩ রয়েছেন। অপরদিকে মোট আক্রান্ত হয়েছেন তিন লাখ ২০ হাজার ৯৪৫ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ৯২৭ জন, আর ঢাকার বাইরের ২ লাখ ১১ হাজার ১৮ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪৩ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৭ জন এবং ঢাকার বাইরের ৯৬ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৩৭৭ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৮ হাজার ৬৬৮ জন এবং ঢাকার বাইরের ২ লাখ ৯ হাজার ৭০৯ জন।


আমার বার্তা/এমই