দেশে আসছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ভারত যাচ্ছে ‘কসাই’
প্রকাশ : ০১ জুন ২০২৩, ১৫:১৮ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

শাহরুখ অভিনীত সিনেমা ‘পাঠান’ এর মাধ্যমে বাংলাদেশে হিন্দি সিনেমা প্রদর্শিত শুরু হয়। কিছুদিন আগে বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। পাঠান সিনেমার পর এবার বাংলাদেশে আসছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। আর এর বিনিময়ে ভারত যাচ্ছে ‘কসাই’।
ইতোমধ্যে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে আসার অনুমতি পেয়েছে। সিনেমাটির অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছিল আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স। বুধবার (৩১ মে) সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
আমদানিকারক প্রতিষ্ঠান বিষয়টি জানিয়ে জানান, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা আমদানির পরিবর্তে বাংলাদেশ থেকে অনন্য মামুন নির্মিত ‘কসাই’ যাবে ভারতে।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে হিন্দি চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। তবে বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ফরহাদ সামজি নির্মিত এ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। এ ছাড়া এতে একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে রাম চরণকে।
এবি/আরআই