এবার মঞ্চে আসছে বেগম রোকেয়া
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত, প্রথম বাঙালি নারীবাদী সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিবস উপলক্ষে বিশেষ কাব্যনাট্য মঞ্চস্থ হতে যাচ্ছে। তাঁর অদম্য সাহস, দূরদর্শী চিন্তা ও নারী মুক্তির স্বপ্নকে কেন্দ্র করে নির্মিত কাব্যনাট্যটির শিরোনাম ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’।
যে যুগে ভারতবর্ষের নারীরা শিক্ষা ও অধিকার থেকে বঞ্চিত ছিল, সেই অন্ধকার সময়ে বেগম রোকেয়া স্বপ্ন দেখেছিলেন নারী জাগরণের। তাঁর বিশ্বাস ছিল—নারীরা স্বশিক্ষায় শিক্ষিত হবে, আধুনিক মানসিকতায় উন্নত জীবনের অধিকারী হবে। এই বিপ্লবী কল্পনাই তাঁর সাহিত্যকর্মে নতুন দিগন্ত উন্মোচন করে। সেই ভাবনা ও দর্শনকে কাব্য ও নাট্যের মেলবন্ধনে মঞ্চে তুলে ধরতেই এই প্রযোজনা।
প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনার পাশাপাশি পোশাক পরিকল্পনা এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নার্গিস সুলতানা। আবহসংগীতে রয়েছেন আরেফিন নিপুন ও মাজহারুল তুষার। সাহিত্য-সংস্কৃতির সৃজনশীল প্ল্যাটফর্ম ‘লেখার পোকা’-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কাব্যনাট্যটি আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে মঞ্চস্থ হবে।
কাব্যনাট্যে অংশ নেবেন নার্গিস আক্তার, রেজিনা খন্দকার, জয়া হাওলাদার, আবুল ফজল, তোফাজ্জল হোসেন তপু, সুজন রেহমান, নূরাইশা হাসান সামিয়া, মীর উমাইয়া হক পদ্ম, উম্মে হাবিবা শিবলী এবং নার্গিস সুলতানা।
আয়োজকদের প্রত্যাশা, এই কাব্যনাট্য নতুন প্রজন্মের দর্শকদের কাছে বেগম রোকেয়ার স্বপ্ন, সংগ্রাম ও নারী জাগরণের দর্শনকে নতুনভাবে উপস্থাপন করবে এবং সমাজে ইতিবাচক চিন্তার অনুপ্রেরণা জোগাবে।
আমার বার্তা/এল/এমই
