অভিনেত্রী মৌবনীকে বিয়ের শুভেচ্ছাবার্তা জানালেন নরেন্দ্র মোদি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১৯:০১ | অনলাইন সংস্করণ
মোঃ আবু সাঈদ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও ‘জাদু সম্রাট পিসি সরকার’-এর কন্যা মৌবনী সরকার সম্প্রতি জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। গত মাসে ধুমধাম আয়োজনে চন্দননগরের বাসিন্দা সৌম্যর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। বিয়ের পর আপাতত সংসারজীবন উপভোগ করছেন এই তারকা দম্পতি।
নববধূ হিসেবে ইতিমধ্যেই চন্দননগরের অলিগলি ঘুরে দেখেছেন মৌবনী। পাশাপাশি বিয়ের পর প্রথম ভ্রমণে তারা পাড়ি দিয়েছিলেন দার্জিলিংয়ে। ব্যস্ততার মাঝেই উত্তরবঙ্গে ছোট্ট করে সেরে নিয়েছেন মিনি হানিমুন। ভবিষ্যতে আরও বড় পরিকল্পনাও রয়েছে- মৌবনীর ইচ্ছা, অদূর ভবিষ্যতে স্বামীর সঙ্গে প্যারিসে হানিমুনে যাওয়ার।
অন্যদিকে, মৌবনী ও সৌম্যর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। যদিও ব্যস্ততার কারণে তিনি সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তবে নবদম্পতির জন্য পাঠিয়েছেন এক হৃদয়ছোঁয়া শুভেচ্ছাবার্তা।
সম্প্রতি সেই বিশেষ বার্তার ছবি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন মৌবনী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তায় লেখা ছিল- মৌবনী ও সৌম্যর যৌথ জীবনের পথচলা যেন ভালোবাসা ও শ্রদ্ধায় ভরে ওঠে। তারা যেন সারাজীবন একে অপরের পাশে থেকে সুখে জীবন কাটাতে পারে এবং আগামী প্রজন্ম নিয়ে ভালো থাকে- এই কামনাই জানিয়েছেন তিনি। পাশাপাশি বিয়েতে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন আন্তরিক আশীর্বাদ পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি মৌবনী। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, এই শুভেচ্ছা পাওয়ার চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। নিজের ও সৌম্যর বিয়েতে প্রধানমন্ত্রীর ভালোবাসা পেয়ে তিনি যে কতটা খুশি, তা স্পষ্ট ভাষায় প্রকাশ করেছেন। কৃতজ্ঞতা জানিয়ে মৌবনী লেখেন, তাদের তরফ থেকে প্রধানমন্ত্রীকে প্রণাম।
সব মিলিয়ে বিয়ের আনন্দ, ভ্রমণের মুহূর্ত আর দেশের প্রধানমন্ত্রীর শুভকামনায় মৌবনী সরকারের জীবনের এই সময়টা যেন স্মরণীয় হয়ে উঠেছে।
