নেপালে সায়মা আনিকা এশিয়ান এক্সিলেন্স এচিভার্স অ্যাওয়ার্ডে ভূষিত

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩১ | অনলাইন সংস্করণ

  সালাম মাহমুদ:

নেপালের রাজধানী কাঠমান্ডু হোটেল জি রামায়ণে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ এর উদ্যোগে আয়োজিত  আন্তর্জাতিক কনফারেন্স ও সম্মাননা প্রদান  অনুষ্ঠানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন ব্রিটিশ আইন বিষয়ে অধ্যয়নরত বাংলাদেশি মেয়ে সায়মা আনিকা।

এই অনুষ্ঠানে সার্কভুক্ত দেশসমূহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সায়মা আনিকাকে তার কাজ, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ান এক্সিলেন্স এচিভার্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় ।কনফারেন্স এর প্রধান অতিথি নেপালের যুব ও ক্রীড়া মন্ত্রী বাবলু গুপ্তা,বিশেষ অতিথি নেপালের সাবেক মন্ত্রী এ কে নাথ ধাকাল তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন। 

সায়মা আনিকা একজন সমাজসেবী ও উদ্যোক্তা হিসেবেও সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি নিয়মিত সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ান, পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত থেকে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখছেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক বিষয় নিয়ে প্রবন্ধ (আর্টিকেল) লেখেন, যার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করেন।

তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার যাত্রামুড়ার সন্তান। তার পিতার নাম কাইয়ুম খান এবং মাতার নাম সাদিয়া খান। একজন বাংলাদেশি নারী হিসেবে আন্তর্জাতিক মঞ্চে তার এই অর্জন দেশ ও দেশের নারীদের জন্য গর্বের।

এই সম্মাননা কেবল একজন ব্যক্তির অর্জন নয়; এটি বাংলাদেশের নারীদের সক্ষমতা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার একটি শক্তিশালী প্রতীক।সায়মা আনিকা এশিয়ান এক্সিলেন্স এচিভার্স অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর মহাসচিব সালাম মাহমুদ, কো-চেয়ারম্যান অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক, ভয়েস অব সিডনি সম্পাদক প্রকৌশলী অর্ক হাসান, ট্রাব ইউরোপ শাখার সভাপতি আবু তাহির, ট্রাব এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ রহমান ও ট্রাব যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক জহিরুল হক বশির।


আমার বার্তা/এমই