দেশের সিনেমার ইতিহাসে এমন মেকআপ আগে দেখা যায়নি: তানিয়া বৃষ্টি

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার নির্মাতা রায়হান খানের নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। তবে এই প্রত্যাবর্তন কেবল পর্দায় উপস্থিতি নয়, বরং নিজেকে ভেঙে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার গল্প।

সম্প্রতি সিনেমার সংবাদ সম্মেলনে হাজির হয়ে তানিয়া বৃষ্টি শোনালেন তার এই জার্নির পেছনের এক কঠিন সংগ্রামের কথা। সিনেমাটির বিশেষ একটি চরিত্রের জন্য তাকে নিতে হয়েছে জটিল 'প্রস্থেটিক মেকআপ'। এই সাজসজ্জার অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘মেকআপ ডিপার্টমেন্টের অক্লান্ত পরিশ্রমে এই লুকে পৌঁছাতে প্রতিদিন আমাকে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় দিতে হয়েছে। কিন্তু চ্যালেঞ্জটা শুধু সময়ের ছিল না।’

নিজের ত্যাগের বর্ণনা দিয়ে এই অভিনেত্রী আরও জানান, ‘একবার এই প্রস্থেটিক মেকআপ নেওয়ার পর আমার আর কিছু করার উপায় ছিল না। দীর্ঘ সময় মেকআপ পরে থাকা অবস্থায় আমি না পারতাম কিছু খেতে, না পারতাম পানি পান করতে। এমনকি শুটিং শেষ না হওয়া পর্যন্ত ওয়াশরুমে যাওয়ারও কোনো সুযোগ ছিল না। সব মিলিয়ে কাজটা আমার জন্য মানসিকভাবে এবং শারীরিকভাবে ভীষণ চ্যালেঞ্জিং ছিল।’

তবে এই কষ্টকে সার্থক মনে করছেন তানিয়া। দর্শকদের জন্য একটি বড় চমক অপেক্ষা করছে জানিয়ে তিনি বলেন, ‘এই লুকে আমাকে দেখার পর দর্শকরা বড় একটি টুইস্ট পাবেন। ১৯৭১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন গেটআপ বা মেকআপ আগে কখনও দেখা যায়নি। এটা একটা ইউনিক এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে।’

নিজের মেহনতের মূল্যায়ন প্রত্যাশা করে তানিয়া বৃষ্টি দর্শকদের প্রতি আহ্বান জানান। তার কথায়, ‘মানুষ যাতে অন্তত প্রেক্ষাগৃহে এসে এই কষ্টটা দেখে। আমরা, বিশেষ করে আমি এই লুকটি ফুটিয়ে তুলতে কতটা ত্যাগ স্বীকার করেছি, তা দর্শকরা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন।’


আমার বার্তা/এমই