মাহফুজ আলমের হাতে এফডিসির নতুন অধ্যায়

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ | অনলাইন সংস্করণ

  মোঃ আবু সাঈদ

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আধুনিকায়নের পথে আরও এক ধাপ এগিয়ে নিতে চারটি নতুন সেবা ও অবকাঠামোর উদ্বোধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এফডিসি প্রাঙ্গণে বিজনেস অটোমেশন সার্ভিস, সিনে-আর্কাইভ, সংস্কারকৃত সাউন্ড রেকর্ডিং স্টুডিওঝর্ণা স্পট আনুষ্ঠানিকভাবে চালু করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম জানান, বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বদরবারে তুলে ধরা তার দীর্ঘদিনের প্রত্যাশা। তিনি বলেন, “আন্তর্জাতিক মানে পৌঁছাতে হলে আমাদের কনটেন্টের মান আরও উন্নত করতে হবে। বিশ্বমঞ্চে যখন বাংলাদেশের সিনেমা দাঁড়াবে, তখন সম্মানিত হব আমরা নিজেরাই।”

বন্ধ হচ্ছে হল, বাড়ছে সিনেপ্লেক্সের পরিকল্পনা

দেশব্যাপী একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, বড় শহরগুলোতে নতুন সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তার মতে, পরিবর্তিত সময়ের সঙ্গে খাপ খাইয়ে প্রেক্ষাগৃহ ব্যবস্থাকে আধুনিক করার বিকল্প নেই।

ভালো সিনেমাই পাবে অনুদানের অগ্রাধিকার

অনুদান নীতিমালা প্রসঙ্গে মাহফুজ আলম আরও জানান, বাণিজ্যিক বা অবাণিজ্যিক কোনো ধরণের বিভাজনে যেতে চান না তারা। তিনি বলেন, “ভালো সিনেমা হলো ভালো সিনেমা। দর্শকের জন্য মূল্য রাখে এমন প্রকল্পই অনুদানের জন্য বিবেচিত হবে।”

চলচ্চিত্রে তৈরি হবে সমন্বিত ইকোসিস্টেম

চলচ্চিত্র নির্মাণের প্রতিটি ধাপকে একটি সুশৃঙ্খল ইকোসিস্টেমে নিয়ে আসার পরিকল্পনার কথাও তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তার বক্তব্য অনুযায়ী, স্ক্রিপ্ট উন্নয়ন থেকে শুরু করে বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপই হবে কাঠামোবদ্ধ। তিনি আরও জানান, ভবিষ্যতে মূল শুটিং কার্যক্রম কবিরপুর ফিল্ম সিটিতে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে, আর বর্তমান এফডিসি স্থাপনাটি গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।

শিল্পীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন ও অভিনেতা বাপ্পারাজ। শেষাংশে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় জমে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।