প্রথমবারের মতো পবিত্র মক্কা-মদিনার পথে জায়েদ খান
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

প্রথমবারের মতো ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা-মদিনার পথে রওনা হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান।
গতকাল সোমবার (৮ ডিসেম্বর) আমেরিকা থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন তিনি।
ধর্মীয় দায়িত্ব পালন ও আত্মশুদ্ধির এই সফরকে জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন জায়েদ খান। রওনা হওয়ার আগে তিনি জানান, অনেকদিনের ইচ্ছে ছিল ওমরাহ পালন করার। মহান আল্লাহ অবশেষে সে সুযোগ দিয়েছেন। দেশের মানুষের কাছে দোয়া চাই-- যেন সুস্থভাবে ইবাদত সম্পন্ন করে ফিরে আসতে পারি।
উল্লেখ্য, ব্যস্ত জীবনের ফাঁকে কিছুদিনের বিরতি নিয়ে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন জায়েদ খান।
আমার বার্তা/এল/এমই
