কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন কিয়ারা-সিদ্ধার্থ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১৮:১৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বলিউড দম্পতি কিয়ারা আদবাণী ও সিদ্ধার্থ মালহোত্র অবশেষে জানালেন তাদের কন্যাসন্তানের নাম। চলতি বছরের ১৫ জুলাই প্রথম সন্তানের জন্ম দেন কিয়ারা। তখন থেকেই অনুরাগীদের কৌতূহল-তারার নাম কী রাখলেন তারকাদম্পতি?
সন্তান জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভেসে আসছিল বিভিন্ন নামের প্রস্তাব। কেউ বলেছিলেন, সিদ্ধার্থ ও কিয়ারার নাম মিলিয়ে সন্তানের নাম হবে ‘সিয়ারা’। আবার কেউ মনে করেছিলেন ‘সিতারা’ই হবে সবচেয়ে নিখুঁত নাম। এক অনুরাগী লিখেছিলেন, ছোট্ট কিন্তু সুন্দর নাম হতে পারে ‘সিয়া’।
সোশ্যাল মিডিয়ায় মেয়ের পায়ের ছবি শেয়ার করে সিদ্ধার্থ-কিয়ারা লেখেন, ‘আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে। জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ-আমাদের রাজকন্যা।’
যদিও সরায়াহ নামের নেপথ্যে বিশেষ কোনো কারণ জানানো হয়নি। তবে অনুরাগীদের অনুমান, হিব্রু ভাষার ‘সারাহ’ নামের অর্থ ‘রাজকন্যা’। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে এই নাম রেখেছেন তারা। নামটি বেশ পছন্দ হয়েছে ভক্তদের। তবে মেয়ের মুখ এখনো প্রকাশ্যে আনেননি দম্পতি।
‘শেরশাহ’ ছবিতে অভিনয়ের সময়েই ঘনিষ্ঠ হন সিদ্ধার্থ ও কিয়ারা। পরে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন তারা। চলতি বছরের মে মাসে মেট গালায় স্ফীতোদর কিয়ারা লাল গালিচায় হেঁটে নজরকাড়েন। এরপর কিছুদিনের মধ্যেই আসে সুখবর।
আমার বার্তা/এল/এমই
