বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন সামিরা খান মাহি, উচ্ছ্বাসে মুখরিত হল মঞ্চ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১২:৫৯ | অনলাইন সংস্করণ

  তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ :

দেশের শিল্প-সংস্কৃতি ও বিনোদন অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫। এ বছরের আয়োজনে সেরা অভিনেত্রী (ড্রামা) বিভাগে এই সম্মাননা অর্জন করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী সামিরা খান মাহি। তাঁর অভিনীত নাটক ‘বকুল ফুল’-এ অনবদ্য অভিনয়ের জন্য এ স্বীকৃতি প্রদান করা হয়।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জমকালো আয়োজনে মাহির হাতে পুরস্কার তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন এবং প্রখ্যাত অভিনেতা আজিজুল হাকিম। সম্মাননা গ্রহণের মুহূর্তে মাহির চোখেমুখে ফুটে ওঠে খাঁটি আনন্দের দীপ্তি; ট্রফি হাতে নিয়ে মঞ্চে ওঠার সময় তার হাসি, চোখের ভাষা আর আত্মবিশ্বাসী পদচারণায় প্রকাশ পায় গভীর আবেগের রঙ।

হালকা সবুজ শাড়িতে তাঁর উপস্থিতি ছিল স্বচ্ছ, মার্জিত এবং প্রাণবন্ত। পুরস্কার হাতে দর্শকদের অভিবাদনের জবাবে তিনি যখন টিমটিমে আলো আর করতালির ভেতর দিয়ে এগিয়ে আসছিলেন, তখন তার উচ্ছ্বাস যেন মঞ্চের আবহে এক মুহূর্তের উষ্ণতা ছড়িয়ে দেয়। হৈচৈহীন, তবে হৃদয়ের গভীর থেকে উঠে আসা সেই হাসি অনুষ্ঠানটিকে আরও উজ্জ্বল ও জীবন্ত করে তোলে।

মাহির এই স্বীকৃতি শুধু একটি সম্মাননা নয়; এটি তার শিল্পচর্চা, পরিশ্রম এবং বিশ্বাসের পথে আরেকটি মাইলফলক। মঞ্চ থেকে নামার আগ পর্যন্ত তার মুখের আনন্দ আর চোখের ঝিলিকই যেন বলে দিচ্ছিল—এই যাত্রা এখানেই থেমে থাকার নয়, আরও অনেক দূর যাওয়ার।


আমার বার্তা/জেএইচ