‘মহা জাদুতে’ মঞ্চ মাতালেন তানজিন তিশা

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১০:২৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বাংলাদেশের সংগীত অঙ্গনে বর্তমানে বেশ মাতামাতি চলছে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তাজিকিস্তানের শিল্পী মেহেরনিগর রুস্তমের গাওয়া নতুন গান 'মহা জাদু' নিয়ে। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান এটি। গানে বাংলা ও ফারসি ভাষার দারুণ মেলবন্ধন শ্রোতাদের মুগ্ধ করেছে।

এই গানের সুরের জাদু যেন ছড়িয়ে পড়েছে দেশের বিনোদন তারকাদের মধ্যেও। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নাচেও বেশ পারদর্শী। সম্প্রতি 'মহা জাদু'র তালে মঞ্চ মাতিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিশার সেই নাচের ভিডিও এখন নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাবিরের 'মহা জাদু' গানের সঙ্গে লাস্যময়ী নাচের জাদুতে দর্শকদের নজর কাড়েন তানজিন তিশা। কোক স্টুডিওর মঞ্চে হাবিব-মেহেরনিগরের কণ্ঠের সেই 'মহা জাদু'র সুরে তিশার প্রাণবন্ত নাচ দ্রুতই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নেটিজেনদের অনেকেই তিশার নাচের দক্ষতার প্রশংসা করে মন্তব্য করেছেন। কেউ কেউ তাকে 'ডান্সিং ডিভা' আখ্যা দিয়ে বলছেন, 'মহা জাদু' গানটি যেন তিশার নাচের মাধ্যমেই পূর্ণতা পেল। বাংলা ও ফারসি ফিউশনের এই গানটি এমনিতেই শ্রোতাদের মন জয় করেছিল, এবার তানজিন তিশার নাচে তা যেন নতুন মাত্রা যোগ করলো।

প্রসঙ্গত, বাউল শাহ খোয়াজ মিয়ার লেখা ও সুরে তৈরি এই লোকগানটির নতুন সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। চলতি বছরের ২৬ জুন মারা গেছেন বাউল খোয়াজ মিয়া। ‘মহা জাদু’ গানটি তাকে আধুনিক সংগীতে মরণোত্তর জনপ্রিয়তা এনে দিয়েছে।


আমার বার্তা/জেএইচ