বিটিএসকে সাময়িকভাবে বিদায় জানালেন জিন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২, ১৫:২৪ | অনলাইন সংস্করণ

  বিনোদন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, ১৮-২৮ বছর বয়সী সকল সুস্থসবল পুরুষদের দুই বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করা বাধ্যতামূলক। সে কারণেই আপাতত গানকে বিদায় জানাতে হচ্ছে এই তারকাকে।
কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিন। ছবি: সংগৃহীত

লাখো ভক্তদের কাঁদিয়ে সাময়িকভাবে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসকে বিদায় জানালেন ব্যান্ডের সর্বজ্যেষ্ঠ সদস্য ও গায়ক জিন। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, ১৮-২৮ বছর বয়সী সকল সুস্থসবল পুরুষদের দুই বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করা বাধ্যতামূলক। সে কারণেই আপাতত গানকে বিদায় জানাতে হচ্ছে এই তারকাকে।    

বিদায়বেলায় 'দ্য অ্যাস্ট্রোনট' গানটি ভক্তদের উপহার দেওয়ার পাশাপাশি হৃদয়স্পর্শী একটি মিউজিক ভিডিওও তৈরি করেছেন জিন। ভিডিওর মধ্যেই ভক্তদের সাময়িকভাবে বিদায় জানিয়েছেন তিনি।

জিন নিজেই জানিয়েছিলেন, তিনি অনেকদিন আগেই দলের সদস্যদের ছেড়ে সেনাবাহিনীতে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন। বিটিএস তারকা বলেছিলেন, 'বি' ই হতে পারে বিটিএসের শেষ অ্যালবাম। কিন্তু পরে বিটিএস তারকাদের সেনাবাহিনীতে যোগদানে দেরি হওয়ায় কিছু পরিকল্পনায় পরিবর্তন আসে।

কিন্তু এবার আর অপেক্ষা করতে চাইছেন না জিন। বিটিএসের অন্যতম সুদর্শন ও জনপ্রিয় এই গায়ক জানিয়েছেন, যেহেতু তাকে দেশের সেনাবাহিনীতে যোগদান করতেই হবে, তাই এখন আর মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। আর্জেন্টিনার বুয়েনস এইরেসে কোল্ডপ্লে'র কনসার্টের পর একথা স্বীকার করেন জিন।

সেনাবাহিনীতে নাম লেখানোর জন্য এখন দক্ষিণ কোরিয়ায় ফিরে যেতে হলেও, ভক্তদের জিন নিশ্চিত করেছেন যে তা তাৎক্ষণিকভাবেই হচ্ছে না।

সূত্র: মিউজিক মানডিয়াল