নুসরাত ফারিয়ার ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করলেন নায়িকা নিজে
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৮:০০ | অনলাইন সংস্করণ
তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার ছবি ও পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। মেসেজিং অ্যাপ বা অনুরূপ মাধ্যমে তার পরিচয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে একদল প্রতারক। বিষয়টি নিয়ে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করেছেন নায়িকা।
৬ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন—
“সবার দৃষ্টি আকর্ষণ করছি। কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটি সম্পূর্ণ প্রতারণা। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
দয়া করে প্রতিক্রিয়া দেবেন না, কাউকে টাকা পাঠাবেন না এবং এমন প্রোফাইল রিপোর্ট করুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।”
পোস্টে তিনি প্রতারণায় ব্যবহৃত একটি ফোন নম্বরও প্রকাশ করেছেন— ০৬৩৪-৫৬৬১৮৮।
নায়িকা আরও অনুরোধ করেছেন, কেউ যেন ওই নম্বর বা ভুয়া প্রোফাইল থেকে পাওয়া কোনো বার্তায় সাড়া না দেন এবং এ ধরনের কার্যক্রম দেখলে রিপোর্ট করেন।
নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি গানও করেন মাঝে-মধ্যে। চলচ্চিত্রে অভিষেকের আগে তিনি একজন জনপ্রিয় রেডিও জকি ও টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিত ছিলেন। ছাত্রজীবনে বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়নও ছিলেন তিনি।
আমার বার্তা/এমই