ভারতের রাজস্থানে ভাইসহ আগুনে পুড়ে মারা গেল শিশুশিল্পী

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

১০ বছর বয়সী শিশু অভিনেতা বীর শর্মা মারা গেছে। ভারতের রাজস্থানে নিজ বাসায় অনাকাঙিক্ষত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বড় ভাইসহ মারা যায় ভারতীয় এ শিশুশিল্পী।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে রাজস্থানের কোটা শহরে শিশুশিল্পীর পরিবারের ফ্ল্যাটে ভয়াবহ আগুন লাগে। অতিরিক্ত ঘন ধোঁয়ার কারণে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় অভিনেতা বীর শর্মার। এ ঘটনায় প্রাণ যায় বীরের বড় ভাই শৌর্য শর্মারও (১৫)।
 
শিশু অভিনেতা বীর শর্মা টেলিভিশন সিরিজ ‘বীর হনুমান’-এ তরুণ লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করে দর্শকমহলে পরিচিত হয়ে ওঠে। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় শোবিজ অঙ্গনে।
 
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে, চারতলা ফ্ল্যাটের ড্রয়িং রুমে প্রথম আগুন লাগে। ঘরে তখন দুই ভাই একা ঘুমিয়ে ছিল। আগুন অন্য কক্ষে না ছড়ালেও ঘন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তারা অচেতন হয়ে পড়ে।

কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ড্রয়িং রুম সম্পূর্ণ পুড়ে গেছে। ফ্ল্যাটের অন্য অংশে আংশিক ক্ষতির চিহ্ন রয়েছে।
 
দুর্ঘটনার দিন বাসায় শিশুশিল্পীর বাবা ও মা ছিলেন না। বাবা জিতেন্দ্র শর্মা একটি ভজন অনুষ্ঠানে ছিলেন এবং মা অভিনেতা রীতা শর্মা সে সময় মুম্বাইয়ে ছিলেন।
 
প্রসঙ্গত, ভোরের দিকে ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা দ্রুত দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আমার বার্তা/এল/এমই