মাদককাণ্ডের পর মুছে ফেলা সেই ছবি ফিরিয়ে আনলেন আরিয়ান
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

শাহরুখ খানের ছেলে আরিয়ান খান নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডআস অফ বলিউড’ দিয়ে পরিচালনায় পা রেখেছেন। যা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে বলিউডে। এই সাফল্যের মাঝেই এক নেটিজেন খেয়াল করেছেন, আরিয়ান তার ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচার দিয়েছেন; যেখানে বিগত বছরকয়েক ধরেই যা ছিল কালো।
২০২১ সালের মাদক কাণ্ডের পর ১ মাসের থেকে সামান্য কম দিন জেলে ছিলেন আরিয়ান। সেই নেটিজেন এ নিয়ে মন্তব্য করেন, ‘আমার মনে আছে তিনি মুক্তি পাওয়ার পর প্রোফাইল ফোটো সরিয়ে ফেলেন। আর যখন ওটিটিতে ভালো রিভিউ পাচ্ছে তাই ফের প্রোফাইল পিকচার দিয়েছেন। যা প্রমাণ পড়ে, তিনি সেইসময় কতটা ভেঙে পড়েছিলেন এবং নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন।’
এর সাফল্যের পরপরই আরিয়ান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় চার বছর পর নিজের ছবি ব্যবহার করেছেন। ওই নেটিজেনের আশা, আরিয়ান দ্রুতই মিডিয়ার সামনে কথা বলা শুরু করবেন।
উল্লেখ্য, ২০২১ সালে মুম্বাইয়ের একটি প্রমোদতরী থেকে মাদক মামলায় আরিয়ানকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় এক মাস কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। পরে আদালত তাকে নির্দোষ ঘোষণা করে।
আমার বার্তা/জেএইচ