সাগর পাড়ে মোহনীয় লুকে ভাবনা

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন।

এবার ভক্ত-অনুরাগীদের মাঝে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, সাগর পাড়ে ক্যামেরাবন্দী হয়েছেন আশনা হাবিব ভাবনা।

শেয়ার করা ছবিতে দেখা যায়, মোহনীয় লুকে দিয়েছেন ভাবনা। চোখে রোদ চশমা, খোলা চুলে দিগন্তের দিকে তাকিয়ে আছেন। লাল প্রিন্টেড পোশাক সূর্যাস্তের সোনালি আলোর সঙ্গে এক অসাধারণ বৈপরীত্য তৈরি করেছে।

ভাবনার চুল হালকা বাতাসে উড়ছে। তিনি যেন সূর্যের দিকে পেছন ফিরে তাকিয়ে আছেন। এসব ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশনে লিখেছেন, ‘আমার কাছে সমুদ্র হলো এক নিরন্তর বিস্ময়।’

এই ছবিতে ভাবনাকে পেছন থেকে দেখা যাচ্ছে, তিনি দিগন্তের দিকে তাকিয়ে আছেন। আকাশের নীল আভা আর ভাবনার লাল পোশাকের রঙের এই মিশ্রণটি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। 


আমার বার্তা/এমই