‘বিবৃতি চাই না, মব সামলা’, সরকারকে নির্মাতা আশফাক নিপুন

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

শুধু বিবৃতি না দিয়ে ‘মব’ সামলানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন।

শুক্রবার (৫ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

মূলত, এদিন জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা চালায় স্থানীয় ‘তৌহিদী জনতা’। দরবারে অগ্নিসংযোগের পাশাপাশি নুরাল পাগলার মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেয় তারা। এ সময় তাদের প্রতিহত করতে গিয়ে একজন প্রাণ হারান। নুরাল পাগলার ভক্তদের সঙ্গে ‘তৌহিদী জনতা’র এই সংঘর্ষে দুই পক্ষের শতাধিক মানুষ আহত হয়।

আশফাক নিপুন তার পোস্টে লিখেন, কবর থেকে উল্লাস করে মৃতদেহ তুলে পুড়িয়ে দেয়া বর্বরতার চূড়ান্ত।

পোস্টে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও লিখেন, হে সরকার, ‘ভিক্ষা চাই না, কুত্তা সামলা’র মত বলতেছি ‘বিবৃতি চাই না, মব সামলা!’


আমার বার্তা/জেএইচ