মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন নির্মাতা মো. ফাহাদ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জীবনের শেষ দিন পর্যন্ত সমাজে পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজের জীবন অতিবাহিত করেছিলেন আলবেনিয়া থেকে ভারতে আসা নারী মাদার তেরেসা। ২৬ আগস্ট, ২০২৫ ছিল সেই মহিয়সী নারীর ১১৫তম জন্মদিন। ১৯১০ সালের এই দিনে আলবেনিয়ার স্কোপেজ শহরে তার জন্ম। মাদার তেরেসার জন্মদিন উপলক্ষে ‘বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদ্যোগে তার স্মরণে আলোচনা ও ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’-এর আয়োজন করে। মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৫ এ শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হলেন মোঃ ফাহাদ। সম্প্রতি রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় মোঃ ফাহাদ-এর হাতে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ (জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত) ও সৈয়দ মার্গুব মোর্শেদ। নির্মাতা মো. ফাহাদ বলেন, ‘আর্তের সেবায় নিজেকে জীবনের শেষ দিন অবধি নিয়োজিত রেখেছিলেন মাদার তেরেসা। এমন উদারতার মানুষের জন্মদিনে এসে আমরা অনুপ্রাণিত হই। আর যখন এ উপলক্ষে আমাদের কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়, তখন একদিকে অনুপ্রেরণা অন্যদিকে দায়বদ্ধতা আরও বৃদ্ধি পায়। আমরা যেন মাদার তেরেসার জীবনী থেকে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি, সেই প্রত্যাশায়।’