দাম্পত্যজীবনের ব্যর্থতার আক্ষেপ তুলে ধরেন চঞ্চল চৌধুরী

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৫:২৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৩টায় লজ্জা এবং অপরাধবোধ থেকে একটি স্ট্যাটাস দেন চঞ্চল। জানান, আজ অভিনেতার দাম্পত্যজীবনের বিশেষ দিন ছিল। সেটা হলো ১৮তম বিবাহবার্ষিকী। কিন্তু বিশেষ দিনটির কথা সারাদিনে মনেই করতে পারেননি তিনি।
 
অভিনেতা আরও জানান, কত তম বিবাহ বার্ষিকী সেটিও তিনি বেমালুম ভুলে যান। এরজন্য স্ত্রীর কাছ থেকে কোনোরকম অভিযোগ না আসায় তাকে ধন্যবাদও জানান এ তারকা।
 
সময়ের পাঠকের জন্য অভিনেতা চঞ্চল চৌধুরীর সে পোস্ট তুলে ধরা হলো-
 
এই ছবিটা অনেক বছর আগের! আজ থেকে প্রায় পনেরো বছর আগের তোলা। সম্ভবত কোন এক পত্রিকার ফটো সাংবাদিক বাসায় এসে ছবিটা তুলেছিলেন। ছবিতে আমাকে,আমার স্ত্রী শান্তা এবং আমাদের ছেলে শুদ্ধকে দেখা যাচ্ছে।
 
শুদ্ধ তখন অনেক ছোট। আসল কথাই বলতে ভুলে গেছি। আজ যে আমাদের বিয়ের দিন, সেটাও যেমন ভুলে গেছিলাম, কত তম সেটাও মনে করতে পারছি না!
 
কিছুক্ষন আগে শান্তা যখন কিছু একটা লিখে মনে করালো, ভেতরে কিছুটা লজ্জা এবং অপরাধ বোধও কাজ করছিলো। সত‍্যিই আমার মনে ছিলো না। প্রায় বছরই এরকম ঘটে।
 
অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও সাংসারিক জীবনে কিন্তু আমার ব‍্যর্থতার শেষ নেই। আর ভুলে যাওয়াটা আমার একটা অসুখের মত!
 
এত কিছুর পরেও সেখান থেকে তেমন কোন বড় অভিযোগ আসেনা বলেই এখনো টিকে আছি! ধন্যবাদ শান্তা, শুভ বিবাহ বার্ষিকী। 

আমার বার্তা/এল/এমই