মায়ের সাথে একই মঞ্চে অ্যাওয়ার্ড পেলেন তানজিন তিশা

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১১:৫৪ | অনলাইন সংস্করণ

  তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ :

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক পুরস্কার ও সম্মাননা অর্জন করে আসছেন। মেরিল-প্রথম আলো পুরস্কার, সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড, মিরর অ্যাওয়ার্ড, বাইফা অ্যাওয়ার্ডসহ তারকাদের জন্য প্রদত্ত মূলধারার প্রায় সব পুরস্কারই যুক্ত হয়েছে এই অভিনেত্রীর সাফল্যের ঝুলিতে।

তবে সাম্প্রতিককালে পাওয়া গ্রিণলিফ ম্যাগাজিন প্রদত্ত “গ্রিণলিফ অ্যাওয়ার্ড” তার জন্য অন্যরকম আবেগের। কারণ, এই পুরস্কার মঞ্চে তিনি নিজে যেমন পুরস্কার পেয়েছেন, তেমনি একই মঞ্চে একই অনুষ্ঠানে তার রত্নগর্ভা মা সালমা বেগমও ভূষিত হয়েছেন সম্মাননায়।

গত শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

তানজিন তিশার মায়ের হাতে পুরস্কার তুলে দেন কিংবদন্তি অভিনয় শিল্পী দিলারা জামান ও আবুল হায়াত। আর তানজিন তিশার হাতে পুরস্কার তুলে দেন দেশসেরা যাদুশিল্পী জুয়েল এইচ। এসময় তিশা শ্রদ্ধা জানাতে কিংবদন্তি শিল্পীদের কদমবুসি করে সালাম জানান।

অ্যাওয়ার্ড হাতে পেয়ে আবেগাপ্লুত তানজিন তিশা বলেন—
“আজকের অ্যাওয়ার্ড ফাংশনটা আমার জন্য খুবই বিশেষ। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এত বছর ধরে কাজ করছি—প্রত্যেকের পেছনেই একটা গল্প থাকে, আমারও আছে। আর আমার গল্পের পেছনে যদি একজনকে কৃতিত্ব দিতে হয়, তবে সেটা আমার মা। আজ আমার মাকে এখানে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, সম্মাননা দেওয়া হয়েছে—এটা আমার জীবনের সত্যিই বড় পাওয়া। এর পাশাপাশি আমি আমার পছন্দের মানুষের কাছ থেকে অ্যাওয়ার্ড নিয়েছি, আর আম্মুও তাঁর পছন্দের মানুষের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন—এটা আমাদের দু’জনের জন্যই আনন্দের।”

তিনি ছোট পর্দার অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করলেও দর্শকরা তাকে কেবল ছোট পর্দার শিল্পী হিসেবে নয়, বরং একজন গুণী অভিনেত্রী হিসেবেই মূল্যায়ন করছেন। তানজিন তিশা অভিনয় করেছেন—পাড়া গাঁয়ের কন্যা, বাঙালি বধূ, অভিজাত পরিবারের মেয়ে, চিকিৎসক, কর্পোরেট প্রতিষ্ঠানের কর্ণধার, গৃহকর্মী, দুষ্টু কিশোরী, মেধাবী ছাত্রী, ছিনতাইকারী কিংবা পরিস্থিতির প্রভাবে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হওয়া চরিত্র। প্রতিটি ভূমিকাতেই তার অভিনয় থাকে সুনিপুণ।

এ ছাড়া তিনি অভিনয় করেছেন একাধিক ওয়েব ফিল্মে, যেগুলো সবই দর্শকপ্রিয় হয়েছে। তার অভিনয়শৈলীতে মুগ্ধ দর্শকরা এখন তাকে সিনেমার নায়িকা হিসেবেও দেখতে আগ্রহী।


আমার বার্তা/জেএইচ